১৮ জানুয়ারী, ২০১২

প্রতিবাদের ভাষায় ব্ল্যাকআউট

যুক্তরাষ্ট্রের পাইরেসি বিরোধী বিলের বিপক্ষে ব্ল্যাকআউট ঘোষণা করেছে বিশ্বের প্রধান সব ওয়েবসাইটগুলো। এই প্রতিবাদের অংশ হিসেবে জনপ্রিয় মুক্ত তথ্যকোষ ভাণ্ডার উইকিপিডিয়া বুধবার থেকে তার ইংরেজি ভার্সন বন্ধ রেখেছে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এই ব্ল্যাকআউট সম্পর্কে বলেন, ‘ইন্টারনেটের ভবিষ্যতের জন্য এই বিল হুমকিস্বরুপ।’ এই প্রতিবাদের ভাষায় ব্ল্যাকআউটের সময় উইকিপিডিয়ার ভিজিটররা দেখতে পাবেন সাদা-কালো একটি পৃষ্ঠা। যেখানে লেখা আছে ‘এমন একটা বিশ্ব কল্পনা করুন যেখানে জ্ঞান উন্মুক্ত নয়’। এছাড়াও স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) এবং প্রোটেক্ট ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট (পিপা) সম্পর্কে বিস্তারিত লেখা আছে উইকিপিডিয়ার পাতায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় কংগ্রেস সদস্যদেরও এই বিলের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে উইকিপিডিয়া। মূলতঃ সোপা ও পিপা বিল দুটি উন্মুক্ত ইন্টারনেটের জন্য খুবই বিপদজনক।’ ‘বুধবার মোট ৫০টি সাইট এই বিলের প্রতিবাদে ব্ল্যাকআউটে অংশ নিচ্ছে।’ জনপ্রিয় সার্চ ইঞ্জিন তার হোম পেইজে 'ওয়েব সেন্সর করবেন না।’ স্লোগান শীর্ষক একটি পিটিশন লিংক দিয়েছে। গুগল, ফেসবুকসহ বিভিন্ন জনপ্রিয় সাইটগুলো এই বিলের বিপক্ষে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছে। গুগলের এক মুখপাত্র মঙ্গলবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘আমরা এই বিলের বিপক্ষে। কারণ বিদেশি বাজে ওয়েবসাইটগুলোকে বন্ধ করার জন্য অনেক উপায় আছে।’