সুনামগঞ্জে ৩ দিনব্যাপী হাসন রাজা
লোক উৎসব বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মরমী কবি হাসন রাজার ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে হাসন রাজা
স্মৃতি পরিষদ ও হাসন রাজা স্ট্রাস্টের উদ্যোগে এ উৎসব শুরু হচ্ছে। হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন
দেওয়ান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিদিত লাল দাস, সুবীর
নন্দী, সেলিম চৌধুরীসহ দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। রাত ১০টায়
শুরু হবে বাউল গানের আসর। উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিনে দেশবরেণ্য
ব্যক্তিত্বরা হাসন রাজার বর্নাঢ্য জীবনের ওপর আলোচনায় অংশ নেবেন। আলোচনার
পর দেশের বরেণ্য বাউল শিল্পিরা বাউল গান পরিবেশন করবেন।