ছবিটি দুই সরকারের সময়ের (যারা এহেন কাজের জন্য সরকারকে দোষি করতে চান)। এ সকল ঘৃন্য কাজের ফলাফলটা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলে বেশি। প্রথম ছবিটিতে (আগের সরকারের সময়ে) একজন এসআই একজন ফটো সাংবাদিককে পেটাচ্ছেন, দ্বিতীয় ছবিটিতে (বর্তমান সরকারের সময়ের) এমপি কামাল মজুমদার টিভি সাংবাদিক অপর্ণা সিংহের হাত থেকে মাইক্রোফন ছুড়ে ফেলে দিচ্ছেন। নিচের ছবিতে আহত সাংবাদিক অপর্ণা সিংহ। আমরা এহেন সাংবাদিক লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
-সম্পাদক