২ জুন, ২০১৫

বাঁধনের বিচার চাই!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই? এই দেখো না কতো হাসির খবর বলে যাই। কবিতার লাইন নয়। সত্যিই এটা হাসির খবর। এনটিভির নিয়মিত কৌতুক বিষয়ক রিয়েলিটি শো হা শো এর খবর। এ অনুষ্ঠানে কৌতুক অভিনেতাদের জন্য বাঁধনের কাছে বিচার চেয়েছে এনটিভি কর্তৃপক্ষ।


তাই, এ অনুষ্ঠানে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। তার সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এজাজুল ইসলাম ও উপস্থাপক মাজহারুল ইসলাম।


বাঁধন জানান, তিনি হাসতে ভালোবাসেন। অন্যান্য রিয়েলিটি শো গুলোতে তিনি ইচ্ছে হলেও হাসতে পারেন না। এবার তার ধারণা নিশ্চয়ই তিনি মন ভরে হাসতে পারবেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাজু খাদেম। জুলাই মাস থেকে ‘হা-শো’র প্রচার শুরু হবে।

বাঁধন এরই মধ্যে ঈদের কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। উল্লেখযোগ্য হল— অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক ‘বদরুদ্দিন এখন বদরুদ্দিন থ্রি’ ও একক নাটক ‘ভাতফুল’।