রাজঐশ্বর্য ছেড়ে জীবনটাকে জৈনধর্মের কঠোর অনুশাসনে বেধে ফেলা। একটা অসম্ভবকে সত্যি করে তুললেন ভারতের ভানওয়ারলাল রঘুনাথ দোশী। ফুটপাথে হকারি থেকে ধীরে ধীরে দিল্লির প্লাস্টিক টাইকুন হয়ে ওঠা। নাটকীয় উত্থানে কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক হয়েছিলেন ভানওয়ারলাল। কিন্তু হঠাৎই ভোগের জীবন ছেড়ে চূড়ান্ত ত্যাগের সিদ্ধান্ত।
বছর তিনেক আগে জৈন ধর্মে দীক্ষা নিয়েছিলেন এই ব্যবসায়ী। তখন থেকেই সন্ন্যাস নেওয়ার ইচ্ছে। কিন্তু পরিবারের বাধায় তা সম্ভব হয়ে ওঠেনি। শেষপর্যন্ত বাধা কাটিয়ে সন্ন্যাস নিলেন ভানওয়ারলাল। আমদাবাদে দেড় লক্ষ মানুষ তাঁর নতুন জীবনের সাক্ষী থাকলেন।
সূত্র: এবিপি আনন্দ