পরিকল্পিতভাবে কোরআন শরিফ ছেঁড়ার অভিযোগে জেলার লোহাগাড়া উপজেলা থেকে খালেক দেওয়ান নামে(৪০) জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার দিনগত রাতে উপজেলার বড়হাতিয়া থেকে তাকে আটক করা হয়। খালেক দেয়ান উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির বলে পুলিশ জানিয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান,
রোববার রাতে জামায়াত-শিবিরের একটি বৈঠক থেকে খালেক দেয়ানকে আটক করা হয়।
গত ১০ জানুয়ারি সাতকানিয়া ও লোহাগাড়া উজেলার ১৯টি মসজিদে কোরআন শরিফ
ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতারের পর তাদের দেয়া
তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, দেশে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে সরকারকে
বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে।
কোরআন শরিফ ছেঁড়ার ঘটনায় এ পর্যন্ত সাতকানিয়া থেকে চারজন এবং লোহাগাড়া থকে তিনজনসহ মোট সাতজনকে আটককরেছে পুলিশ।