উইকিপিডিয়াতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ
রাজার নাম খুঁজলে এমন সব লেখাই দেখাচ্ছে। পাকিস্তান সুপার লিগে(পিএসএল)
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সঙ্গে পৃথক
দুই ম্যাচে উস্কানিমূলক আচরণ করার পর থেকেই এই অবস্থা।
উইকিপিডিয়ার পেজে যে কেউ ইচ্ছা করলেই তথ্য ওলটপালট করতে পারেন। আর সেটাই
করেছেন তামিম-সাকিব ভক্তরা; এমনটাই মনে করা হচ্ছে। রমিজ রাজার নাম বদলে
লেখা হয়েছে, ‘রমিজ হাসান গাঁজা।’ একই সঙ্গে বদলে ফেলা হয়েছে বর্ণনাও।

তবে পরবর্তীতে তা সরিয়ে নিয়েছে কতৃপক্ষ। সর্বশেষ অবস্থা অনুযায়ী, আগের সঠিক অবস্থাতে ফিরে গেছে রমিজ রাজার উইকিপিডিয়া পেজ।
এর আগে পিএসএলে সাকিবের জায়গায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে
আরেকজনের নাম বলেন। পরবর্তীতে জানান, ম্যাচ অব দ্য ম্যাচ সাকিব। আরেক
ম্যাচে ম্যাচ অব দ্য ম্যাচ হওয়া তামিম ইকবালকে জিজ্ঞেস করেন তিনি ইংরেজিতে
কথা বলতে পারবেন কিনা, কারণ রমিজ বাংলা জানেন না। যদিও সাবেক এই পাক
ক্রিকেটার ভালো করেই জানেন তামিম ইংরেজি পারেন!