সেই ৯০ দশক থেকেই মেয়েদের স্বপ্নের পুরুষ সালমান খান। বলিউডের রঙিন
পর্দা থেকে খুব সহজেই কয়েক যুগ আগে থেকেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন
তিনি। বর্তমান প্রজন্মের কাছেও তাঁর চাহিদা এখনও তেমনই। নিজের থেকে ২০
বছরের ছোট সোনম কাপুরের সঙ্গেও পর্দায় রোমান্স করেছেন সালমান। এবার নিজের
বাবার বন্ধুকেই ‘হট’ আখ্যা দিলেন সোনম।
সোনম কাপুর শিগগিরই পর্দায় আসছেন আগামী ছবি ‘নীরজা’ নিয়ে। সেই ছবির
প্রচারে মুম্বাইয়ের একটি কলেজে গিয়েছিলেন নায়িকা। সেখানে তাঁর কাছে জানতে
চাওয়া হয়, তাঁর পছন্দের সহ-অভিনেতা কে। উত্তর দেওয়ার আগেই দর্শকের মধ্যে
থেকে সালমান খানের নাম বলে ওঠে কেউ একজন। তখন হেসে সোনম জানান, ‘তোমরা ঠিকই
বলেছ। আমার ফেভারিট নায়ক সালমান খান। তিনি আসলেই ‘হট’ তারকা।’
‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমানের সঙ্গে রোমান্স করা এই নায়িকা
ছোটবেলায় সালমানের কোলেও চড়েছেন। তবে এখন তাঁরাই অনস্ক্রিনের রোমান্টিক
আকর্ষণীয় জুটি।