২০ সেপ্টেম্বর, ২০১০

খোঁপা

তারেক মাহমুদ


খোঁপা বাধলেই তুমি প্রেম, খুললেই বিপ্লব

খোঁপা থাকলেই তুমি কাঁদামাটি, খুললেই ঝড়ো হাওয়া
খোঁপা বাধলেই তুমি সরলা গ্রাম
খোঁপা খুললেই তুমি জটিল নগর

খোঁপা বাধলেই তুমি শিরি আমি ফরহাদ
খোঁপা খুললেই তুমি প্রীতিলতা আমি সূর্যসেন
খোঁপা বাধলেই তুমি মেরিলিন মোনালিসা
আমি অষ্টম এডওয়ার্ড, মজনু
খোঁপা ছাড়লেই তুমি ফুলন দেবী আমি চে গুয়েভারা
খোঁপা বাধলেই তুমি শান্ত নদী, খুললেই ক্যাটরিনা
এভাবে যতক্ষণ তুমি খোঁপা বেধে থাকে ততক্ষণ তুমি যে কেউ
খোঁপা খুললেই তোমার মধ্যে আমি, তখন তুমি কেবলি তুমি


০৭.১০.২০০৬, সাউন্ডপিকচার, মালিবাগ।