তারেক মাহমুদ
রিকশাতে ছেলেটি মেয়েটি
মেয়েটি অনবরত কথা বলে যাচ্ছে Ñ ছেলেটি নিশ্চুপ
মেয়েটি ধরেছে ছেলেটির হাত
বুকের মধ্যে দীর্ঘশ্বাস
ছেলেটির চোখ অন্যদিকে
মেয়েটি শুনতে চায় ছেলেটির শেষ কথা
ছেলেটি সিগ্রেট জ্বালায়
মেয়েটি হঠাৎ নেমে যায় রিকশা থেকে
তার সামনে কংক্রীট পাহাড়
চোখের সামনে হলুদ শহর
মেয়েটির এলোমেলো চুল
ভূল হয়ে আঁকড়ে আছে মেয়েটির মন জুড়ে
ছেলেটি রিল্যাক্স
রিকশা তাকে নিয়ে যায় নতুন ঠিকানায়
১১.১২.২০০৬, সাউন্ডপিকচার, মালিবাগ।