তারেক মাহমুদ
তখন আমার পড়িলো মনে তাহারে
কতোদূর গিয়াছে চলিয়া সে আহারে
তেমন দিন কি আবার ফিরিয়া আসিবে
তাহার দু’চোখে আমার দুচোখ ভাসিবে
নদীর তীরে চুপচাপ সেই বিকেলবেলা
আমার হৃদয় তাহার হৃদয়ে করিতো খেলা
প্রথম দেখা প্রথম লাজ প্রথম অভিমান
সেই যে প্রথম পথ হারানো প্রথম অভিযান
সেই যে সেই আমার পথে তাহার পায়ের রেখা
সেই সাঁঝেতে ভীরু পায়েতে আমার সহিত দেখা
তুমি আমার আমি তোমর প্রথম শপথে
আমি কি আর পারবো যেতে আমার স্ব-পথে
আমরা তখন হৃদয়বান সাহসী সৈনিক
ভালোবাসার জলে ভাসি আমরা দৈনিক
আমার হাতে তাহার দু’হাত তখনো
তেমন বিকেল আসবে কি আর কখনো