তারেক মাহমুদ
মাতৃগর্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে
আকাশ দেখেছিলাম
সেই প্রথম সেই শেষ
আজ হিংস্রতার প্রকোষ্ঠে
স্থান করে নিয়েছে কালো ইঁদুর
সভ্যতার জাল ছিঁড়ে বেরিয়ে আসে
দুরন্ত প্রহরগুলো
রাত দুপুরে কালো ধোঁয়ায়
বাতাস হারায় স্বকীয়তা
তন্দ্রিত শিহরণে স্বপ্ন আসে দুঃস্বপ্নের ভীড়ে
সময় বয়ে যায়
কনকনে শীত আর ঘিনঘিন গরমের মতো
বারবনিতার ভীড়ে
কতোদিন উদ্যানে শ্যামলতা দেখিনি
ক্লান্তিচ্ছলে বটবৃক্ষের তলে
ভেসে আসে না রাখালের বাঁশরী
এইভাবে চলে যায় সম্ভাবনাগুলো
ক্লান্ত চোখে দৃষ্টি মেলে দেখি
ধূসর মাঠ Ñ নি¯প্রাণ গোধুলী
আরো দূরে
অস্পষ্ট ছায়ায় চোখ ঝাঁপসা হয়ে আসে
বুঝি আকাশ তার নাম
অতঃপর...
১৩.০২.১৯৯৬
১০৯/৩ দক্ষিন মুগদা,ঢাকা