ফকির মানিক
আমি তোমার প্রেমের পাগল সাঁই
আমার মনের ব্যাথা বুঝো না
তোমার প্রেমে পাগল হয়ে
ঘুরছি সারা দুনিয়া।
গাছপালা তরু লতা
তোমার প্রেমের পাগলতারা
আমরা মানুষ হয়ে অমানুষ সেজে
করি কত তাল বাহানা।
জাতে বিচার করে সবাই
কেউবা দিলে কেউবা না খায়
মানব ধর্ম পরম ধর্ম
বলেছেন সাঁই দয়াময়।
দিব্য ‘জ্ঞানে খুজবি যখন
তাহলে পাবি তার দরর্শন
অধন মানিক এ সংসারে
পড়ছে প্রেমের মায়াজালে।