১৮ নভেম্বর, ২০১০

পাবনায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫ আহত ৩০

পাবনা-চাটমোহর সড়কের বাঐখোলায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৩০ যাত্রী আহত হয়েছে।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই বাসের কন্ডাক্টরসহ ৩ জন এবং হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যায়।
পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয় সূত্র জানায় পাবনার ভাঙ্গুড়া থেকে মনিষা পরিবহন (ঢাকা-চ- ৪৬৬২) নামের একটি যাত্রীবাহী বাস ঈশ্বরদীর উদ্দেশে বৃহস্পতিবার ভোরে ছেড়ে আসে। সকাল সোয়া সাতটার দিকে আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বাঐখোলা মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের কন্ডাক্টর শফিকুল ইসলাম (২৫) ও অজ্ঞাত ২ জনসহ ৩ জন এবং হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যায়। এ সময় ৩০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি ঘটায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। (সূত্র: ইন্টারনেট)