মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার পালিত হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে। ৯৬ বছর বয়সে ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণকারী মওলানা ভাসানী ছিলেন ব্রিটিশবিরোধী আজাদী আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের পুরোধা। তিনি আসাম মুসলিম লীগের সভাপতি, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র প্রতিষ্ঠাতা।