১৪ ডিসেম্বর, ২০১০

গার্মেন্টসে আগুন: ২৫ লাশ উদ্ধার

সাভারে একটি পোশাক কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে শতাধিক শ্রমিকের নিহতের আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৯:৪০) অন্তত ২৫ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থিত হা-মিম নামক একটি কারখানায় দুপুরের খাবারের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১০ তলার ক্যান্টিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এসময় নবম তলার গেট বন্ধ করে দেয়া হলে শত শত শ্রমিক আটকা পড়ে। ফলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী অপর এক শ্রমিক জানান, ৯ তলা থেকে লাফিয়ে কমপক্ষে ১০ শ্রমিক নিহত হয়েছে। আটকে পড়া শ্রমিকরা যাতে লাফিয়ে নামতে পারে তার জন্য নিচে জাল বিছানো হয়েছে। কারখানার সামনে শত শত লোক আটকে পড়া  স্বজনদের জন্য অপেক্ষা করছে। পরিস্থিতি মোকাবেলায়  ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।  (সূত্র: অনলাইন)