৪ ডিসেম্বর, ২০১০

শিল্পী-সাহিত্যিক-লেখক-শিক্ষক-কর্মীদের মতবিনিময় সভা

অনেকে যখন উদাসীন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তৎপর
বহুজাতিক কোম্পানির গ্রাস থেকে জাতীয় সম্পদ ও সংস্কৃতি বাঁচাতে

শিল্পী-সাহিত্যিক-লেখক-শিক্ষক-কর্মীদের
মতবিনিময় সভা
১০ ডিসেম্বর ২০১০, শুক্রবার; সকাল ১০.৩০
দৃক গ্যালারী, বাড়ি ৫৮, সড়ক ১৫/এ( নতুন), ধানমন্ডি, ঢাকা

বাংলাদেশের গ্যাস ও কয়লা সম্পদ হলো কাঙালের শেষ ধন, যা দিয়ে তার গরিবি দূর হতে পারে। অমূল্য খনিজ সম্পদের আশি-নব্বই ভাগই মুনাফার নামে লুট হচ্ছে। প্রতিটি সরকার একের পর এক গ্যাসক্ষেত্র খনি মাফিয়াদের হাতে তুলে দিয়েছে। প্রবাসী আর গার্মেন্ট শ্রমিকদের হাড় কালা করা ডলার দিয়ে ডাকাতির মূল্য পরিশোধ করতে হচ্ছে।
ঘরবাড়ি বিদ্যুৎহীন, কল-কারখানা গ্যাসহীন আর আমাদের হাতে হারিকেন।
অথচ ভাবানো হচ্ছে এটাই উন্নয়ন, বোঝানো হচ্ছে ‘সব চলছে ঠিকঠাক’।
ধ্বংস হচ্ছে লাউয়াছড়া, সুন্দরবন, বাংলাদেশের প্রাণ-প্রকৃতি-কৃষি-জনপদ।

বাংলাদেশের জাতীয় দিবস, জাতীয় ঐতিহ্য, যা কিছু সার্বজনীনতার কথা বলে, যা কিছু গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়ায়, মানবিক সকল আকাঙ্খা ও চেতনাও আজ কর্পোরেটের বাসনার কাজে ব্যবহৃত হচ্ছে। লালন, রবীন্দ্রনাথ, নজরুল, রোকেয়া; একুশ, ষোল, ছাব্বিশ, জাতি, মুক্তি, দিনবদল, উন্নয়ন, প্রগতি ও গণতন্ত্র- সবধারণা সব প্রত্যয়ও তারা দখল করে নিচ্ছে।
আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি?

বন্ধুগণ, মিডিয়ার হট্টগোল আর অপ-রাজনীতির চিৎকারের আড়ালে চাপা পড়া বিপন্ন বাংলাদেশের ডাক শুনুন। এই সভায় আসুন,
সম্পদ ও জীবন রক্ষার চলমান সংগ্রাম বিষয়ে আপনার মূল্যবান মতামত জানান।

জাতীয় সম্পদ রক্ষা সংস্কৃতি মঞ্চ-র পক্ষে
কামরুদ্দিন আবসার, কল্লোল মোস-াফা, মিজানুর রহমান, কৃষ্ণকলি ইসলাম,
অমল আকাশ, জাইদ আজিজ,অরূপ রাহী, ফারুক ওয়াসিফ, কাজী শাহিদুল ইসলাম
যোগাযোগ: ২/৪, নবাব হাবিবুল্লাহ রোড, শাহবাগ, ঢাকা।
ফোন: ০১৯২৬৫৯১২৪৭, ০১৭১৬৮৮৮৫০৪, ০১৭১১১৩০৯৩৩