১০ মার্চ, ২০১১

ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ৮ জনের মৃত্যু

ঢাকার কদমতলীর একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছে আট জন।বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। সোনারগাঁও ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রেস লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে। দমকল বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনী ধারণা করছে। তবে কারখানাকর্মীরা বলছে, মশার কয়েল কিংবা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিদগ্ধ আট জনের লাশ উদ্ধার করা হয়েছে, আগুনের সময় ওই শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জানা গেছে। লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। কয়েকটি লাশ তাদের স্বজনরা সনাক্ত করেন। কারখানার গাড়িচালক হারুনূর রশীদ সাংবাদিকদের বলেন, ছাদে চারটি কক্ষে শ্রমিকরা ঘুমাতো। আগুন লাগার পর দুটি কক্ষের বাসিন্দারা বেরিয়ে এলেও অন্য দুটি কক্ষে আট জন আটকা পড়েন। তারা সবাই আগুনে পুড়ে মারা যান। (সূত্র: অনলাইন)