১২ মার্চ, ২০১১

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত: বহু হতাহত

শুক্রবার জাপান সময় বেলা পৌনে তিনটার দিকে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামির আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির উত্তর-পুর্বাঞ্চল। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ফুকুশিমায় অন্তত ১ হাজার ৮০০ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিলো ৮ দশমিক ৯ । গত দেড়শত বছরের মধ্যে সবচেয়ে শতক্তশালী ভুমিকম্প আঘাত হেনেছে বলে সে দেশের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।  ভূমিকম্পের পর পরই দেশটির উপকূলীয় এলাকায় আঘাত হানে ৩৩ ফুট উচ্চতার সুনামি। সুনামির তোড়ে ভেসে গেছে অসংখ্য বহুতল ভবন, সমুদ্রে ভাসমান জাহাজ এবং রাস্তায় চলাচলকারি অগনিত গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভুমিকম্পের প্রভাবে টোকিওসহ বেশ কিছু এলাকার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। আগুন ধরে যায় ইচিহারার শহরের অদূরে একটি তেল শোধনাগারেও। ভূমিকম্পে দেশটির বিভিন্ন স্থানে ৪টি পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সুনামির পর বন্ধ হয়ে গেছে রাজধানী টোকিওসহ বিভিন্ন শহরে বুলেট টেন এবং গণপরিবহন। ফলে রাজধানী টোকিওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে অন্যান্য শহরের। জাপানের এ ভুমিকম্প ও সুনামির পর মেক্সিকো, গুয়াতেমালা, এলসালভাদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্দুরাস, চিলি, ইকুয়েডর, কলোম্বিয়া ও পেরুতে এখনো সুনামি সতর্কতা জারি রয়েছে। (সূত্র: অনলাইন)