গত শুক্রবারের বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির পর জাপানে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অস্বাভাবিক উচ্চমাত্রায় তেজষ্ক্রিয় নির্গত হওয়ায় দেশজুড়ে পারমাণবিক সতর্কতা জারি করেছে সে দেশের সরকার। জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান শনিবার পয়েন্টটি পরিদর্শন করেছেন। পরে এক সরকারি নির্দেশে ফুকুশিমা-১ ও ২ পারমাণবিক কেন্দ্রের আশপাশের ১০ কিমি. এলাকা নিরাপত্তার জন্য খালি করার নির্দেশ দেয়া হয় এবং পারমাণবিক সতর্কতা জারি করা হয়। জাপানের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সুনামি বিপর্যয়ের পর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির ফুকুশিমা পারমাণবিক চুল্লি ১ ও ২- এ থেকে শনিবার থেকে অস্বাভাবিক উচ্চমাত্রার তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। সংস্থাটি জানায়, বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেম নষ্ট হয়ে ব্যাপক চাপ সৃষ্টি হওয়ায় কেন্দ্র দুটি একত্রে বিকল হয়ে যায়। আর চাপের কারণেই বিপুল পরিমান তেজষ্ক্রিয় নির্গত হতে থাকে। এছাড়া দূর্ঘটনার আশংকায় জাপানে মোট চারটি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়া হয়েছে। জাপানের পারমাণবিক এবং শিল্প নিরাপত্তা সংস্থা জানায়, ফুকুশিমা-১ এর ১ নম্বর চুল্লিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ১০০০ গুণ বেশি তেজষ্ক্রিয় নির্গত হচ্ছে। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের তেজষ্ক্রিয়তা বিকিরণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ গুণ বেশি বলে জানায় সংস্থাটি। পারমাণবিক কেন্দ্রের এক কর্মকর্তা জানিয়েছে, তারা দুটি পারমাণবিক কেন্দ্রের কুলিং সিষ্টেমে নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হচ্ছে। উল্লেখ্য জাপানে আইন অনুযায়ী যদি কোনো পারমাণবিক স্থাপনার কুলিং সিষ্টেম বিকল হয়ে যায় এবং সেখান থেকে ব্যাপক আকাও এ পানি থাকে তাহলে জরুরি অবস্থা জারি করতে হবে। (সূত্র: কিয়োদো ও বিবিসি)
জাপানের একটি অনলাইন দৈনিক পত্রিকা 'বিবেকবার্তা' জানিয়েছে জাপানে বসবাসরত বাংলাদেশীদের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জাপানের সর্বকালের বৃহৎ ভূমিকম্পন ঘটেছে গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ২:৪৬ মিনিটের সময়। ভুমিকম্পের পরিমান ছিল ৮.৯। ঘটনা ঘটার পর থেকে আমরা স্থানীয় বাংলাদেশীদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা চালিয় আসছিলাম। সময় মত সবার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও আমরা বিভিন্ন ভাবে খবর পেয়েছি বাংলাদেশীর কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি এবা এমন কোন সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌছায়নি।
এই সংবাদ লেখা পর্যন্ত ঘটনা ঘটার ঠিক ২৪ ঘন্টা পর পর্যন্ত, বাংলাদেশী সকলেই সুস্থ আছেন। (সূত্র: বিবেকবার্তা)
জাপানের একটি অনলাইন দৈনিক পত্রিকা 'বিবেকবার্তা' জানিয়েছে জাপানে বসবাসরত বাংলাদেশীদের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জাপানের সর্বকালের বৃহৎ ভূমিকম্পন ঘটেছে গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ২:৪৬ মিনিটের সময়। ভুমিকম্পের পরিমান ছিল ৮.৯। ঘটনা ঘটার পর থেকে আমরা স্থানীয় বাংলাদেশীদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা চালিয় আসছিলাম। সময় মত সবার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও আমরা বিভিন্ন ভাবে খবর পেয়েছি বাংলাদেশীর কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি এবা এমন কোন সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌছায়নি।
এই সংবাদ লেখা পর্যন্ত ঘটনা ঘটার ঠিক ২৪ ঘন্টা পর পর্যন্ত, বাংলাদেশী সকলেই সুস্থ আছেন। (সূত্র: বিবেকবার্তা)