কুষ্টিয়া জেলার ছেউড়িয়ায় লালন আখড়ায় গত ১৮ মার্চ থেকে ৫ দিন ব্যপী শুরু হয়েছে লালন স্মরণ উৎসব।চলবে ২২ মার্চ পর্যন্ত। লালন ভক্ত-অনুসারীরা ছুটে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে। সাধুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কালীগঙ্গা নদী তীর। প্রতি বছরের চৈত্রের ভরা পূর্নিমায় এ উৎসব শুরু হয়ে থাকে। লালন ফকির তাঁর জীবদ্দশায় এই দোল পূর্নিমা পালন করতেন বলে ধারনা করা হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছর তাঁর অনুসারীরা এই উৎসব পালন করে থাকেন। দেশের এবং দেশের বাইরে থেকেও অনেক সাধক এসেছেন লালন সাঁইয়ের পূন্য স্মৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য। (কিংবদন্তী ডেস্ক)