২১ মার্চ, ২০১১

দেশে ফিরছেন জাহান মণি'র ২৫ নাবিক

সোমালিয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আজ সোমবার দেশে ফিরছেন ২৫ নাবিক এবং এক নাবিকের স্ত্রী। ওমান এয়ারওয়েজের একটি বিমানে বাংলাদেশ সময় বেলা ৩টা ৫ মিনিটে নাবিকদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। মুক্তি পাওয়ার পর পরই জাহান মণি ওমানের সালালা সমুদ্র বন্দরে পৌঁছে। সেখানে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেবার পর আজ তারা দেশে ফিরছেন। চট্টগ্রামে ফেরার পর নগরীর আগ্রাবাদের একটি হোটেলে নাবিকদের সংবর্ধনারও আয়োজন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর এমভি জাহান মণি জাহাজটি আরব সাগরে সোমালিয় জলদস্যুদের কবলে পড়ে। প্রায় ১০০ দিন সেখানে আটক থাকার পর গত ১৪ মার্চ জাহাজসহ নাবিকরা মুক্তি পায়। (সূত্র: অনলাইন)