সোমালিয় জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আজ সোমবার দেশে ফিরছেন ২৫ নাবিক এবং এক নাবিকের স্ত্রী। ওমান এয়ারওয়েজের একটি বিমানে বাংলাদেশ সময় বেলা ৩টা ৫ মিনিটে নাবিকদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। মুক্তি পাওয়ার পর পরই জাহান মণি ওমানের সালালা সমুদ্র বন্দরে পৌঁছে। সেখানে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেবার পর আজ তারা দেশে ফিরছেন। চট্টগ্রামে ফেরার পর নগরীর আগ্রাবাদের একটি হোটেলে নাবিকদের সংবর্ধনারও আয়োজন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর এমভি জাহান মণি জাহাজটি আরব সাগরে সোমালিয় জলদস্যুদের কবলে পড়ে। প্রায় ১০০ দিন সেখানে আটক থাকার পর গত ১৪ মার্চ জাহাজসহ নাবিকরা মুক্তি পায়। (সূত্র: অনলাইন)