১২ মার্চ, ২০১১

এমভি জাহান মণির নাবিকরা এখন মুক্ত

সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ 'এমভি জাহান মণির নাবিকরা এখন মুক্ত।'  দু-এক দিনের মধ্যেই সোমালীয় উপকূল থেকে জাহান মণি গ্রিসের উদ্দেশে রওয়ানা দেবে। গ্রীসে নাবিকদের চিকিৎসা দেওয়ার পর তাদের দেশে আনার ব্যবস্থা করা হবে। দস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজগুলো মুক্ত করতে সাধারণত দেড়শ দিনের মতো সময় লাগে। সে ক্ষেত্রে এমভি জাহানমনি উদ্ধারে সময় লেগেছে মাত্র ৯৮ দিন। জাহাজের নাবিকরা ভালো আছেন বলে জানা গেছে। ২০১০ সালের ৫ ডিসেম্বর ভারত মহাসাগর থেকে সোমালি জলদস্যুরা ২৬ বাংলাদেশি নাবিক ও এক নাবিকের স্ত্রীসহ জাহাজটি ছিনতাই করে। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাচ্ছিল। (সূত্র: অনলাইন)