বিএনপি মহাসচিব ও প্রবীণ রাজনীতিবিদ খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই (ইন্নালিল্লাহে......রাজেউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আব্দুল হামিদ ডাবলু এ খবর নিশ্চিত করেন। খোন্দকার দেলোয়ার হোসেন ফুসফুসের ক্যান্সার, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন। তাকে ৩ মার্চ রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিলো। এরপর ৪ মার্চ তাকে দ্রুত সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (সূত্র: অনলাইন)