১৫ মার্চ, ২০১১

চতুর্থ বিস্ফোরণঃ টোকিও ছেড়ে যাচ্ছে মানুষ

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে চতুর্থ বিস্ফোরণের পর তেজস্ক্রিয়া ছড়ানোর মাত্রা বেড়েছে অত্যাধিক। ফলে জারি করা হয়েছে পারমানবিক সতর্কতা আর এ অবস্থায় টোকিও ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। পরমাণু বিদ্যুৎ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) জানিয়েছে, ফুকুশিমা পরমাণু কেন্দ্রের চারপাশের বাতাসে তেজস্ক্রিয়ার মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশের টোকিয়স্থ দূতাবাস সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। (সূত্র: অনলাইন)