জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সি। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার অনেকের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। কোন কোন এলাকায় উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি। জাপানের ভুমিকম্প ও সুনামির পরে পারমাণবিক কেন্দ্রের চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় তেজস্ক্রিয়তা বিকিরণের মাত্রা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ অব্যাহত রয়েছে। বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ইতিমধ্যে টোকিও ত্যাগ করার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রের ৮টি চুল্লির তাপমাত্রা শীতল রাখতে হেলিকপ্টার থেকে পর্যাপ্ত ঠাণ্ডা পানি ছিটানো হচ্ছে। (সূত্র: অনলাইন)