১৭ মার্চ, ২০১১

খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহে ফুলেল শ্রদ্ধা

বাংলাদেশ বিমানের বিজি-০৮৫ নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ ঢাকায় আনা হয়। বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সহ দলিয় নেতা কর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিবের মরদেহ নয়াপল্টন থেকে সন্ধ্যা ৭টায় আরমানিটোলার বাস ভবনে নিয়ে যাওয়া হয়। বাদ এশা সেখানে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দলীয় সূত্র জানায়, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের পর আরমানিটোলা মাঠের পাশে ১০২ মাহুতটুলিতে খোন্দকার দেলোয়ারের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে মরদেহ। এশার নামাজের পর আরমানিটোলা মাঠে খোন্দকার দেলোয়ারের প্রথম নামাজে জানাজা হবে। রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার সকাল ৯টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় নিয়ে যাওয়া হবে হাইকোর্ট প্রাঙ্গনে।  সেখানে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে বাদ জুমা ৪র্থ জানাজা হবে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানানোর পর বাদ আসর পঞ্চম জানাজা হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাইপাচুড়িয়া গ্রামে। তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। (সূত্র: অনলাইন)