অষ্টম ও শেষ জানাজা শেষে মানিকগঞ্জের পাচুরিয়া মসজিদ প্রাঙ্গণে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি'র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এই বরেণ্য রাজনীতিকের লাশ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে নিয়ে যাওয়া হয়। সর্বস্তরের জনগণ এ সময় তাকে শ্রদ্ধা জানায়। গত শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার পঞ্চম জানাজা শেষ হয়। সেখান থেকে লাশ নিয়ে রাখা হয় বারডেমের হিমাগারে। বর্ষীয়ান এই নেতার শেষ ইচ্ছে অনুযায়ী শনিবার বিকেলে তার জন্মস্থান ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে নিজের তৈরি মসজিদ প্রাঙ্গণে চির নিদ্রায় শায়িত করা হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ৭৮ বছর বয়সে গত বুধবার ইন্তেকাল করেন। পরে বৃহস্পতিবার তার মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হয়। (সূত্র: অনলাইন)