১৯ মার্চ, ২০১১

অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করায় কারাদন্ড

অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করায় শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া শাকিল আহমেদ নামের এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাব ১ এর সমন্বয়ে গঠিত নির্বাহী আদালত। শনিবার এক কলেজ ছাত্রী র‌্যাব দফতরে ফোন করে অভিযোগ করেন, শাকিল পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে অশ্লীল বার্তা পাঠিয়ে ও ইন্টারনেটে তার অশ্লীল ছবি আপলোড করে তাকে সামাজিকভাবে হেয় করেছে।এ অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১ এর মেজর এসএম মহিউদ্দিন এর নেতৃত্বে একটি দল শাকিলের বাসায় সন্ধ্যা ৭টায় আভিযান পরিচালনা করেন। এ সময় তার বাসা থেকে জব্দ করা মোবাইল ফোন, মেমোরি কার্ড ও কম্পিউটারে ওই মেয়ের বিভিন্ন অশ্লীল ছবি পাওয়া যায়। এছাড়া শাকিলের কম্পিউটারে অন্য আরও দু’টি মেয়ের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পাওয়া যায়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে শাকিল মেয়েটিকে অশ্লীল মেসেজ পাঠানো ও ফেসবুকে অ্যাকাউন্ট খুলে সেখানে তার অশ্লীল ছবি আপলোড করার করার কথা স্বীকার করেন। (সূত্র: অনলাইন)