২৭ মার্চ, ২০১১

জাপানে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার উপস্থিতি

টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি বলেছে তারা ২ নং চুল্লীর কমপ্লেক্সের পানিতে স্বাভাবিক মাত্রার চাইতে ১ কোটি গুন বেশি তেজস্ক্রিয়তার উপস্থিতি সনাক্ত করেছে। টেপকো জানিয়েছে প্রতি ঘন সেন্টিমিটারে ২.৯ বিলিয়ন বেকারালস তেজস্ক্রিয়তা সনাক্ত করা হয়। ২নং চুল্লীতে প্রাপ্ত তেজস্ক্রিয়তা ১ ও ৩ নং চুল্লীতে পাওয়া তেজস্ক্রিয় পানির তুলনায় ১ হাজারগুন বেশি। টেপকো বলছে সর্বশেষ রিডিংএ স্বাভাবিক মাত্রার ১ কোটি গুন বেশি তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ২.৯ বিলিয়ন বেকারালস হচ্ছে আয়োডিন-১৩৪, ১৩ মিলিয়ন বেকারালস হচ্ছে আয়োডিন-১৩১, ২.৩ মিলিয়ন বেকারালস হচ্ছে সিজিয়াম-১৩৪ এবং ১৩৭। এই মাত্রার তেজস্ক্রিয় উপাদান চুল্লীর ভেতর সৃষ্ট ফিউশন থেকে উৎপন্ন হয়ে থাকে। তারা বলছেন, সম্ভবত ক্ষতিগ্রস্থ চুল্লী থেকে নির্গত বাষ্প থেকেই পানি তীব্রমাত্রার তেজস্ক্রিয়দুষ্ট হয়েছে। জাপানের ফুকুশিমা দাইইচি পরমানু চুল্লীর নিকট সমুদ্রের পানিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া গেছে। চুল্লীটি ১১ই মার্চের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্থ হয়। শনিবার নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিয়াল সেইফটি এজেন্সি জানিয়েছে পরমানু চুল্লীর ৩৩০ মিটার দক্ষিন থেকে সংগৃহীত নমুনায় ১৩১ আয়োডিনের পরিমান ছিলো স্বাভাবিকের চাইতে ১,২৫০ গুন বেশী। সেইফটি এজেন্সি বলেছে যারা ২০ কিলোমিটারের বাইরে রয়েছেন তাদের জন্য এই তেজস্ক্রিয়তা তাৎক্ষনিক ভাবে তেমন ক্ষতিকারক নয়। তারা জানান সমুদ্রের শ্রোতে মিশে তেজস্ক্রিয়তার মাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে।(সূত্র: অনলাইন)