আজ সেই মাহেন্দ্রক্ষণ। আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর তিনটায় মুম্বাইয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ শিরোপা জয়ের শ্বাসরুদ্ধকর লড়াই। আর বিশ্বকাপের এই মহা আসরে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলংকা। বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে এশিয়ার দু'টি দল। ভারতের মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবেন তারা। ১৯৭৫ থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর শুধুমাত্র এশিয়ার দু'টি দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ লড়াই। অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব সে মাহেন্দ্রক্ষণের। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ এ খেলার মাধ্যমে শেষ হচ্ছে এই মহাযজ্ঞ।
১৯৮৩'র বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আর ১৯৯৬'র চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রথমবারের মতো ফাইনালে দু'টি দলেরই অধিনায়কত্ব করছেন দু'উইকেট রক্ষক। ফলে প্রথমবারের মতো ট্রফি উঠতে যাচ্ছে উইকেটরক্ষকের হাতেই। দু'জনই উইকেটের পেছনে গ্লাভস মেলে ট্রফি লুফতে পুরোপুরি প্রস্তুত। তবে ভারতের দুর্দান্ত বোলিং করা পেসার আশিষ নেহরা খেলতে পারছেন না ইনজুরির কারনে। তবে দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জনের জন্য মরিয়া দু'দলই। বিশ্বকাপ ফাইনাল উপভোগ করতে অপেক্ষায় রয়েছে পুরো ক্রিটেক বিশ্ব। (সূত্র: অনলাইন)
১৯৮৩'র বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আর ১৯৯৬'র চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রথমবারের মতো ফাইনালে দু'টি দলেরই অধিনায়কত্ব করছেন দু'উইকেট রক্ষক। ফলে প্রথমবারের মতো ট্রফি উঠতে যাচ্ছে উইকেটরক্ষকের হাতেই। দু'জনই উইকেটের পেছনে গ্লাভস মেলে ট্রফি লুফতে পুরোপুরি প্রস্তুত। তবে ভারতের দুর্দান্ত বোলিং করা পেসার আশিষ নেহরা খেলতে পারছেন না ইনজুরির কারনে। তবে দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জনের জন্য মরিয়া দু'দলই। বিশ্বকাপ ফাইনাল উপভোগ করতে অপেক্ষায় রয়েছে পুরো ক্রিটেক বিশ্ব। (সূত্র: অনলাইন)