পুকুর খনন করতে গিয়ে রাজশাহীর তানোর উপজেলায় ৩০ ফুট মাটির নিচে প্রাচীন স্থাপত্যের সন্ধান মিলেছে। কামারগাঁ এলাকায় একটি পুকুর খনন করতে ইটের প্রাচীরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইটের প্রাচীর ও মূর্তি প্রাচীন সভ্যতার নিদর্শন হতে পারে। তানোর এলাকার ইতিহাসের দিকে লক্ষ্য রেখে একই ধরনের কথা বলছেন বিশেষজ্ঞরাও। গত ৩ মার্চ থেকে পুকুর খনন শুরু করে শ্রমিকরা। গত ২৫ মার্চ সেখানে একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এরপর যতো খুঁড়তে থাকেন ততো ইটের প্রাচীরের আকৃতি ফুটে উঠতে থাকে। অবশেষে সোমবার পুকুরের তলদেশে ৩০ ফুট নিচে সন্ধান পাওয়া গেছে বিশাল প্রাচীন ইটের প্রাচীর। (সূত্র: অনলাইন)