পাবনায় জেলার সদর উপজেলার চরঘোষপুর গ্রামে পিতা-পুত্রসহ তিনজন রহস্যজনকভাবে খুন হয়েছে। তিনটি হত্যাকা-ই বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে সংঘটিত হয় বলে পুলিশের ধারনা। শুক্রবার সকালে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে চর ঘোষপুর গ্রামের মুকুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন (২৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে স্বামী বা পরিবারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। তবে হত্যার সঠিক কারণ জানা যায়নি। অপরদিকে একই গ্রামে পিতা-পুত্র রহস্যজনকভাবে খুন হয়েছে। নিহতরা হচ্ছে চর ঘোষপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র দুলাল (৪২) ও তার ৪ বছরের শিশুপুত্র আতিক। দুলালকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরের বাঁশের আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখা হয় এবং একইভাবে শিশুটি হত্যা পর বিছানায় শুইয়ে রাখা হয়। ঠিক কি কারণে কারা পিতা-পুত্রকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। (সূত্র: অনলাইন)