৯ এপ্রিল, ২০১১

সাংবাদিক হত্যার প্রতিবাদে প্রতীকী অনশন

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও ১৮ শহীদ সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন চলছে। শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন এ প্রতীকী অনশন আয়োজন করে। অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় অব্যাহত সাংবাদিক হত্যা বন্ধ এবং ১৮ শহীদ সাংবাদিকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান অংশগ্রহনকারীরা। এছাড়া ১৮ সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবিসহ ভবিষ্যতে কোনো সাংবাদিককে নির্মমভাবে হত্যার শিকার যেন হতে না হয় এজন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। (সূত্র: অনলাইন)