উত্তর জাপানের তোহোকু অঞ্চলে বৃহস্পতিবার রাত ১১.৩২ এ ৭.৪ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। পরে স্থানীয় সময় রাত ১২.৫৫ তে অবশ্য তা প্রত্যাহার করে নেয়া হয়। কোস্টগার্ড জানিয়েছে সাগরের উচ্চতায় সামান্য কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। সবাইকে উপকূল থেকে দূরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন, মার্চ ১১র ভূমিকম্পের পর এটাই সবচাইতে বড় আফটার শক। ভূমিকম্পের ফলে ওনাগাওয়া আণবিক বিদ্যুত কেন্দ্রের বাইরে থেকে টানা বিদ্যুতের ৩টি লাইনের ২টিতেই বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে সেখানকার আণবিক চুল্লী ঠান্ডা করা ঝুঁকির মুখে পড়ে। পরে বিদ্যুত সরবরাহ পুনর্বহাল করা হয়। প্রাথমিক ভাবে বলা হয় তেজস্ক্রিয়তার কোন পরিবর্তন হয়নি। ফুকুশিমা দাইইচি ও দাইনি বিদ্যুত কেন্দ্রে কর্মরত কর্মীরা দ্রুত নিকটস্থ আশ্রয়কেদ্রে আশ্রয় নিয়েছেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূমিকম্পের উৎস ছিলো সমুদ্রের ২০ কিঃমিঃ গভীরে ওশিকা উপদ্বীপের নিকট। ১১ই মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির চার সপ্তাহ পর আবার এই অঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। ভূমিকম্পে কয়েকটি বাড়িঘরে আগুন ধরে যায়। এখন পর্যন্ত পাওয়া খবরে ভূমিকম্পে ২ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৯ বয়স্ক জনৈক ব্যক্তি ভূমিকম্পজনিত কারনে মারা যান, অপর এক ষাটোর্ধ মহিলা বিদ্যুত বন্ধ হয়ে ট্যাঙ্ক থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ হবার কারনে মারা যান। (সূত্র: কমিউনিটি)