নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরের বিদায়কে ঘিরে পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের বৈসাবী উৎসব শুরু হয়েছে। ত্রিপুরা সম্প্রদায় এই উৎসবকে বৈসু, মারমা সম্প্রদায় সাংগ্রাই ও চাকমারা বিজু নামে এই উৎসবটি পালন করে থাকে। এ উপলক্ষে পার্বত্য এলাকায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। শনিবার থেকে কর্মসূচি শুরু হলেও মূল অনুষ্ঠান হবে ১২ এপ্রিল থেকে। এদিকে বৈসাবী উপলক্ষে রাঙ্গামাটি ক্ষুদ্র আদিবাসীদের সাংস্কৃতিক উৎসব এবং খাগড়াছড়িতে বিভিন্ন খেলাধুলাও শুরু হয়েছে। এ উৎসব শুধু উপজাতিরাই নয়, বাঙালীরাও নানাভাবে পালন করে থাকে। বৈসাবী উৎসবটি দেখার জন্য দেশ-বিদেশের অনেক পর্যটকের আগমন ঘটে পার্বত্য চট্টগ্রামে। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ২ দিনব্যাপী জলকেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনাসভা। (সূত্র: অনলাইন)