শনিবার সকালে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ জোনারদন্দী গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আর তা হলো লাশ কথা বলে উঠেছে। প্রাপ্ত সংবাদে জানা যায় মদন খলিফার স্ত্রী লাইজু বেগম (২০) সপ্তাহ খানেক আগে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে এক সপ্তাহ ধরে চিকিৎসার পর আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ দাফন করার জন্য বাড়িতে নিয়ে আসলে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। কেউ কবর খোড়া নিয়ে ব্যস্ত, কেউ কাফনের কাপড় কিনতে গেছে, জানাজা কখন হবে তাও মাইকিং করে জানানো হয়েছে। গোসলের আয়োজনও শেষ। এরই মধ্যে খাটিয়া থেকে লাশ পেটে ব্যথা, পেটে ব্যথা বলে চিৎকার করে উঠে। এ সময় উপস্থিত সবাই ভয়ে কিছুক্ষণ স্তব্ধ হলেও আনন্দে দিশেহারা হয়ে পড়ে স্বজনরা। তখনই দ্রুত তাকে আবার চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাশ বাড়িতে নিয়ে আসার প্রায় দুই ঘণ্টা পর হঠাৎ লাশ পেটে ব্যথা বলে চিৎকার করতে থাকে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।(সূত্র: অনলাইন)