জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্ম বার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বছর কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান। তিনি আরও জানান, এবার কবির জন্ম বার্ষিকী পালনে সরকার ২৫ লাখ টাকার বরাদ্দ দিয়েছে। মন্ত্রী বলেন, ‘এ বছর ২৪ ও ২৫ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নজরুল সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।’সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে নজরুল গবেষকরা ঢাকায় আসবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব সূরাইয়া বেগম, প্রধান তথ্য কর্মকর্তা সাংবাদিক হারুন হাবিব, নজরুল ইন্সটিটিউটের মহাপরিচালক রশীদ হায়দার এবং কবির দুই পৌত্রী খিলখিল কাজী ও কোলকাতা থেকে আগত মিষ্টি কাজী। রশীদ হায়দার বলেন, ‘নজরুল চর্চাকে শুধু ঢাকার মধ্যে সীমিত না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নজরুল ইন্সটিটিউট।’ তিনি বলেন, ‘নজরুলের বিভিন্ন রচনা সংরক্ষণ, নজরুলের গানের বাণী ও সুর অবিকৃত রাখা এবং এ লক্ষ্যে ১১টি সিডি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আরও ৩৫টি সিডি প্রকাশ করা হয়েছে।’ মিষ্টি কাজী বলেন, ‘বাংলাদেশ যেভাবে আমার দাদুকে সম্মান দিয়েছে এবং যেভাবে এখানে তাঁকে স্মরণ করা হয় সেটা সত্যিই বিরল।’ কোলকাতায়ও নজরুলকে স্মরণ করা হয় জানিয়ে তিনি আরও বলেন, ‘কিন্তু সেখানে তাঁর অনেক স্মৃতি নষ্ট হয়ে গেছে।' (সূত্র: অনলাইন)