গত তিন মাসে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলায় ৭'শরও বেশী বেসামরিক মানুষ মারা গেছে বলে দাবি করেছে দেশটির সরকার। ন্যাটো এ অভিযোগের কথা অস্বীকার করেছে। লিবিয়া সরকারের এক মুখপাত্র মঙ্গলবার জানান, ন্যাটোর হামলায় ৭'শরও বেশী বেসামরিক মানুষ এ পর্যন্ত নিহত ও আরো ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এ অভিযোগ সম্পর্কে ন্যাটো বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যাচার। ন্যাটো দাবি করেছে তারা বিমান হামলা চালিয়েছে সাধারণ জনগণকে গাদ্দাফি বাহিনীর হাত থেকে বাঁচাতে। এদিকে লিবিয়ার প্র্রেসিডেন্ট গাদ্দাফি তার পদত্যাগ না করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। (সূত্র: অনলাইন)