১ জুন, ২০১১

জাপানে ভারী বর্ষন: তেজস্ক্রিয় পানির পরিমান বৃদ্ধি

ভারী বর্ষনের ফলে ফুকুশিমা দাইইচি আণবিক বিদ্যুত কেন্দ্রে তেজস্ক্রিয় পানির পরিমান বিপুল পরিমানে বৃদ্ধি পেয়েছে। তেজস্ক্রিয় পানি ইতিমধ্যে ভূগর্ভস্থ টারবাইন এবং চুল্লী ভবনকে প্লাবিত করেছে। আগে থেকেই শীতল করার পানি থাকাতে পরিস্থিতির সহজেই অবনতি ঘটে। টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে ক্ষতিগ্রস্থ চুল্লী ভবলগুলোতে মঙ্গলবার পানির স্তর দ্রুত বৃদ্ধি পায়। ১নং চুল্লী ভবনের ভূগর্ভস্থ কক্ষে তেজস্ক্রিয় পানি মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বেড়েছে ৩৭.৬ সেন্টিমিটার। ২নং চুল্লীর ভূগর্ভস্থ টানেলে তেজস্ক্রিয় পানির স্তর বেড়েছে ৮.৬ সেন্টিমিটার। টানেলের ভেতর দিয়ে প্রবাহিত পানি এখন ভূস্তর থেকে মাত্র ৩৯ সেন্টিমিটার নীচে রয়েছে। টেপকো জরুরী ভিত্তিতে সমস্ত উন্মুক্ত পথগুলো বন্ধ করছে। টেপকোর তেজস্ক্রিয় পানি পরিশোধন এবং শীতলীকরন পানি পুনর্ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এই সিস্টেম জুলাইয়ের আগে বসানো সম্ভব হচ্ছেনা। বৃষ্টির পানি কী করে চুঁইয়ে চুল্লীর ভেতরে পড়া ঠেকানো যায় টেপকো তা পর্যালোচনা করছে। তারা বৃষ্টির ফলে বৃদ্ধি পাওয়া তেজস্ক্রিয় পানিকে দ্রুত সংরক্ষনের জন্য নতুন একটি স্টোরেজের কথাও বিবেচনা করছে। (সূত্র: কমিউনিটি অনলাইন, জাপান )