চট্টগ্রামের টাইগারপাসের বড় বাটালি হিল এলাকায় সিটি করপোরেশন নির্মিত পাহাড় প্রতিরোধ দেয়াল ধসে নিহতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। অতি বর্ষনের ফলে শুক্রবার ভোর রাতের দিকে এ দেয়াল ধসের ঘটনা ঘটে। পাহাড় ধ্বসের ঘটনায় শনিবার সকাল ৮টায় উদ্ধার কাজ শেষ করার ঘোষনা দিয়েছে উদ্ধারকারী দল । সর্বশেষ আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে সকালে । একই পরিবারের ৫ জন সহ উদ্ধার করা লাশের মধ্যে ৬টি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধারকারী দল জানায় তিনদিন ধরে লাগাতার বর্ষণের কারণে পাহাড় প্রতিরোধক দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে তিনি জানান। ২০০৭ সালের ১১ জুন একই এলাকার মতিঝর্ণা এবং চট্টগ্রাম সেনা নিবাস এলাকায় পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যু হয়েছিল। পরের বছর ১৮ আগস্ট মতিঝর্ণায় অপর এক পাহাড় ধসের ঘটনায় ৩ শিশুসহ ৬ জন মারা যায়। ২০০৭ সালে মর্মান্তিক পাহাড় ধসের পর সরকার সমপূর্ণভাবে চট্টগ্রামে পাহাড় কাটা নিষিদ্ধ করলেও সেই আদেশ বাস্তবায়িত হয়নি। এখনো এক শ্রেণীর ব্যবসায়ী পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে ইটভাটাসহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য। (সূত্র: অনলাইন)