৩ জুলাই, ২০১১

তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে ব্যাপক ধড়পাকড়

তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধ দিবস হরতাল চলছে ঢাকায়। হরতালের শুরুতেই ব্যাপক ধরপাকড় ও লাঠিচার্জ করেছে পুলিশ। তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, শ্রমিক নেতা মোশরেফা মিশুসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ। অজ্ঞাত কারনে পরে অবশ্য আনু মুহাম্মদকে ছেড়ে দেয়া হয়। বঙ্গোপসাগরে গ্যাস নুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এই হরতালের ডাক দেয়।  রোববার সকাল ৬টা ৫৫ মিনিটে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, সাইফুল হকসহ জাতীয় কমিটির ৫ নেতাকে আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। পরে সকাল সাড়ে ৭টার দিকে আনু মুহাম্মদকে ছেড়ে দেয়া হয়। রাজধানীর অধিকাংশ এলাকায় ব্যবসা-প্রতিষ্ঠান, দোকান-পাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হরতালে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। ভোর থেকে রাজধানীর রাস্তায় পুলিশ ও র‌্যাবের টহল চলছে। হরতালের সম্ভাব্য সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। (সূত্র: অনলাইন)