৩ জুলাই, ২০১১

প্রতিবাদে নগ্নতা

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের রাস্তায় গ্রীষ্মের এক শান্ত বিকেল। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও নগ্ন হয়ে সাইকেল চালনার বিস্ময়কর এ দৃশ্যের অবতারণা হয় সবার চোখের সামনে। তাদের সবার মাথায় হেলমেট পরা শরীরে কাপড় বলে কিছু নেই। আর নারী সাইকেল চালিকাদের কারও গায়ে এক রত্তি কাপড় কারও গায়ে কিছু নেই। অকস্মাৎ এমন দৃশ্যে আশপাশে উপস্থিত সাধারণের চোখ কপালে উঠে যায়। কারা এরা? এরা বলেন-“একই সাথে সবুজ ও পরিবেশ সচেতনতায় দৃষ্টি আকর্ষণ এবং পোর্টল্যান্ডের একটি ট্রাডিশন হিসেবে ‘বাৎসরিক নগ্ন সাইকেল চালনা উৎসব’ প্রতিষ্ঠা করতেই আমাদের এই উদ্যোগ।” তবে; উলঙ্গ হয়ে সাইকেল চালনা পোর্টল্যান্ডে প্রথম হলেও পৃথিবীতে এমন দৃশ্য কিন্তু এটিই প্রথম নয়। নগ্ন সাইকেল চালকদের সর্ব প্রথম দেখা মিলেছিলো সানফ্রান্সিসকোর সিয়াটল এবং কলোরাডোর ব্লাক রক সিটিতে ২০০৪ সালে। তবে পোর্টল্যান্ড পুলিশ নগ্নতার অপরাধে ওই উৎসব থেকে  কাউকেই গ্রেপ্তার করেনি। (সূত্র: অনলাইন)