বহু বিতর্কিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত মেহেরজান ছবিটি প্রদর্শণীর জন্য আমেরিকান ইন্টারন্যাশানল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। আগামী ২৪ জুলাই ছবিটি প্রদর্শিত হবে। তরুণী চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মান করেন ‘মেহেরজান’। বাংলাদেশে এ ছবির প্রদর্শনী বর্তমানে বন্ধ রয়েছে। দেশে বন্ধ থাকলেও দেশের বাইরে নানা চলচ্চিত্র উৎসবে চলছে ছবিটির প্রদর্শনী। আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১১-এর পাঁচটি ক্যাটাগরিতে ছবিটি মনোনয়ন পেয়েছে। ক্যাটগরিগুলো হলো- বেস্ট উইম্যান ডিরেক্টর, বেস্ট ড্রামা ফিচার, বেস্ট ন্যারেটিভ ফিচার, বেস্ট ফার্স্ট টাইম মুভি স্ক্রিপ্ট রাইটার এবং বেস্ট মুভি শট অন ৩৫ মিমি। এবছর এ উৎসবে ১৬টি দেশের মোট ৭০টি ছবি প্রদর্শিত হবে। (সূত্র: অনলাইন)