১৯ জুলাই, ২০১১

‘মনের মানুষ’ চলচ্চিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ

দুই বাংলার আলোচিত গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হরিণাকুন্ডুবাসী। তারা মনের মানুষ ছবিতে লালন শাহকে হিন্দু সম্প্রদায়ের লোক হিসেবে দেখানোর প্রতিবাদে জানিয়েছে । মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ শহরের দোয়েল চত্ত্বরে  এ কর্মসূচির আয়োজন করা হয়। ঝনাইদহ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার রফিউদ্দীন, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, কলেজ শিক্ষক জামাল উদ্দীন, লালন সাধক হোসেন শাহ ও লালন শিল্পী জহুরা খাতুনসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র, শিক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে তারা ভিযোগ করে বলেন, ‘লালন শাহ ছিলেন সুফিবাদ ও দেহতত্ত্ববাদের ধারক-বাহক-সাধক। লালনের গানে এই অভিব্যক্তি ফুটে উঠেছে অথচ মনের মানুষ ছবিতে লালনকে হিন্দু সম্প্রদায়ের লোক হিসেবে দেখনো হয়েছে, যা মোটেই কাম্য না।’ এ সময় চলচ্চিত্রে লালন চরিত্রের সংশোধনের দাবি জানানো হয়। এসময় আরো অভিযোগ করা হয় যে, ‘লালন ফকির কোন দিন ঢাকঢোল পিটিয়ে গঞ্জিকা সেবন করেছেন বা কোন বেহায়াপনায় অংশ নিয়েছেন এমন কোন প্রমাণও কেউ দিতে পারবে না। অথচ লজ্জাজনক ভাবে সিনেমায় তাই উপস্থাপন করা হয়েছে।’ ‘মনের মানুষ’ সিনেমায় সঠিক ইতিহাস লিপিবদ্ধ না হলে প্রয়োজনে আইনের আশ্রয় নেবার হুমকি দেন সমাবেশকারীরা। (সূত্র: অনলাইন)