৩ আগস্ট, ২০১১

বিদ্যুতের উৎপাদন সর্বোচ্চ

ইতিহাস গড়লো বাংলাদেশ। এই প্রথমবারের মতো বিদ্যুতের উৎপাদন ৫ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। বুধবার ভোর ৪টার দিকে বিদ্যুতের উৎপাদন হয়েছে ৫ হাজার ২৫ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এ খবর জানা গেছে। এর পূর্বে গত ১৮ জুলাই বিদ্যুতের উৎপাদন ছিল ৪ হাজার ৯৩৬ মেগাওয়াট। অপরদিকে পিডিবি'র হিসাব মতে গত মঙ্গলবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ৫ হাজার ৬শ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন ছিল সাড়ে চার হাজার মেগাওয়াট ফলে লোডশেডিং ছিলো দেশের বিভন্ন স্থানে। গত কয়েক দিনের অব্যাহত গরমে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এই লোডশেডিং এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করেছে বিদ্যুতের দাবিতে। এমন কি দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। (সূত্র: অনলাইন)