১২ আগস্ট, ২০১১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ায় তাকে এখন লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। অ্যাপোলো হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন সংকটময়, সাধারণত হৃদরোগে আক্রান্ত কোনো রোগী এই অবস্থায় বাঁচার সম্ভাবনা থাকেনা। তবে তাকে সুস্থ করে তুলতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার সকালের দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।  হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। ঘনঘন তার হার্ট অ্যাটাক এর ফলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন না। ফলে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে। চিকিৎসকরা আরো জানিয়েছেন, এ পর্যন্ত তার ১০ বার হার্ট অ্যাটাক হয়েছে। (সূত্র: অনলাইন)