দেশে ফিরেছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি জাহান মণি। রোববার বেলা ১২টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে নোঙ্গর ফেলেছে। গত বছরের পাঁচ ডিসেম্বর ৩৮ হাজার টন আকরিক খনিজ নিয়ে গ্রিসে যাওয়ার পথে জাহাজটি ছিনতাই করে সোমালি জলদস্যুরা। অস্ত্রের মুখে জাহাজের নাবিকদের জিম্মি করে ১০০ দিন আটকে রাখে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেন দরবার আর নির্দিষ্ট অংকের মুক্তিপণের বিনিময়ে গত ১৪ মার্চ জাহাজটি ছেড়ে দেয় জলদস্যুরা। জাহাজটি আপাতত দেশেই থাকবে বলে জানিয়েছেন জাহাজের ক্যাপ্টেন। ছিনতাইয়ের সময় জাহাজটিতে ২৫ নাবিক এবং এক নাবিকের স্ত্রীসহ মোট ২৬ জন ছিলেন। গত ২১ মার্চ এই ২৬ জন দেশে ফিরে আসেন। (সূত্র: অনলাইন)