১৭ আগস্ট, ২০১১

আজ ভয়াল ১৭ আগস্ট

আজ ১৭ আগস্ট। ২০০৫ সালের এ দিনে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় সেই সময়ের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। মোট ৬৩ জেলার সাড়ে ৪শ' স্থানে একযোগে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিলো ওই দিন। এ বোমা হামলার মধ্য দিয়ে প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছিল জেএমবি। পরবর্তিতে তারা দেশের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলা চালায়। সেই সব হামলায় নিহত হয় বিচারক, আইনজীবী, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ৩৩ জন। আহত হন ৫শত মানুষ। অনেককে চির জীবনের তরে পঙ্গুত্ব বরণ করে নিতে হয়। ২০০৭ সালের ২৯ মার্চ রাতে  এই সিরিজ বোমা হামলা ঘটনার মূল পরিকল্পনাকারী জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। তৎকালিন সরকারের চরম ব্যর্থতার একটি নজির হলো এই সিরিজ বোমা হামলা। (সূত্র: অনলাইন)