সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া সাপ্তাহিক শীর্ষকাগজের সম্পাদক একরামুল হককে
চাঁদবাজির মামলায় চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। তিনি
অনলাইন সংবাদপত্র শীর্ষনিউজেরও সম্পাদক ছিলেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ আজ এই জামিন মঞ্জুর করে। একরামুলের
আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এই মামলায় একরামুল হককে
গত ৩০ জুলাই গ্রেফতার করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। ওই
দুই মামলাতেও তিনি জামিন পেয়েছেন। খন্দকার মাহবুব বলেন, হাইকোর্টের আজকের আদেশের পর তার মুক্তি পেতে আর বাধা নেই। (সূত্র: অনলাইন)